খুলনার খবর।।আজ ২০ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ৯:৩০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
সভার শুরুতে বিগত কল্যাণ সভায় উপস্থাপিত প্রস্তাবসমূহের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অত:পর সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উত্থাপিত সমষ্টিগত দাবী-দাওয়ার বিষয়গুলো পুলিশ কমিশনার মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ পুলিশে দীর্ঘ চাকুরী জীবন শেষে অবসরে যাওয়া ৪ জন পুলিশ সদস্যকে পুলিশ কমিশনার মহোদয় তাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করেন। একইসাথে তাদের অবসরকালীন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, আমাদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে জীবনযাপনের মানে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। মোবাইল ফোনের ব্যবহার যতটা সম্ভব কমাতে হবে। পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করতে হবে। তিনি আরও বলেন, তৈলাক্ত খাবার পরিহার করে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। পরিবার-পরিজনের খোঁজখবর রাখা, সন্তানদের লেখাপড়ার প্রতি নজর দেওয়া এবং তাদের সঠিক পথে পরিচালিত করা প্রতিটি অভিভাবকের দায়িত্ব। খারাপ সঙ্গ থেকে সন্তানদের দূরে রাখতে হবে এবং মোবাইল ফোন ব্যবহারে তাদের সীমিত রাখতে হবে। সন্তানের প্রতি ভালোবাসা ও ধৈর্য দেখাতে হবে, কখনোই প্রকাশ্যে তাদের বকাঝকা করা উচিত নয়। খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সবাইকে আন্তরিকভাবে একযোগে কাজ করার আহবান জানান।
কল্যাণ সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান-সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।