খুলনার খবর।। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা গল্লামারীতে অবস্থিত মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যালয় দখল করে এর নতুন নাম ঘোষণা করেছেন—‘শহীদ মীর মুগ্ধ হল’।
রবিবার (১০ আগস্ট) দুপুরে হাদি চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা খামার কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে সমাবেশ শেষে কর্মকর্তা-কর্মচারীদের ১০ মিনিটের মধ্যে ভবন খালি করার আল্টিমেটাম দেওয়া হয়।
তারা সরে গেলে মূল ফটকে নতুন নামের ব্যানার টাঙিয়ে দেওয়া হয় এবং স্লোগান ওঠে—“দাবি নয়, অধিকার—মৎস্য ভবন দরকার”। বিকেল ২টা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সীমানার ভেতরে থাকা ১০.৩৫ একর আয়তনের এই খামার আবাসন সংকট, গবেষণাগার সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নে বড় বাধা হয়ে আছে। বর্তমানে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য মাত্র ৫টি আবাসিক হল থাকায় প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছেন না। জীববিজ্ঞানভিত্তিক ডিসিপ্লিনগুলোর মাঠ গবেষণার জন্যও পর্যাপ্ত জমির অভাব দেখা দিয়েছে।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে শিক্ষার্থীরা মৎস্য ও প্রাণিসম্পদ সচিবকে স্মারকলিপি দেন এবং মানববন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও শিক্ষা ও মৎস্য মন্ত্রণালয়ের কাছে জমি হস্তান্তরের দাবি জানায়। চলতি বছরের মার্চে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার দাবিকে যৌক্তিক বলে স্বীকৃতি দিয়ে সমাধানের আশ্বাস দিলেও এখনো বিষয়টি অনিশ্চিত রয়ে গেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।