মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর জেনারেল হাসপাতাল থেকে মহিন উদ্দিন নামে এক যুবককে একটি বার্মিজ চাকুসহ আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে হাসপাতালের এক্স-রে রুমের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মহিন উদ্দিন যশোর শহরের কোতোয়ালী থানাধীন ঝুমঝুমপুর কাঁঠালবাগান এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে মহিন উদ্দিন তার স্ত্রী সুমাইয়াকে ডাক্তার দেখানোর কথা বলে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল পুলিশ ক্যাম্পে কর্মরত কর্তব্যরত পুলিশ সদস্যগণ ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তারা প্রথমে হাসপাতালের নিরাপত্তা প্রহরী ও পুলিশ সদস্যরা তাকে এক্স-রে রুমের সামনে থামিয়ে দেহ তল্লাশি করেন। এসময় তার সাথে থাকা ব্যাগ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটকের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, ওই যুবক কেন হাসপাতালে চাকু নিয়ে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।