খুলনার খবর।।আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ (রবিবার) জেলা প্রশাসন খুলনা এর আয়োজনে জেলা ফুটবল এসোসিয়েশন খুলনা ও জেলা ক্রীড়া সংস্থা খুলনা এর সার্বিক সহযোগিতায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ এর
শুভ উদ্বোধনী অনুষ্ঠান খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব টি, এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার, খুলনা। এছাড়া আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব নুরুল হাই মোহাম্মদ আনাছ সহ খুলনা জেলা ক্রীড়া সংস্থার এহডক কমিটির সদস্যগণ এবং প্রেস ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকগণ। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে খুলনা জেলা বনাম গোপালগঞ্জ জেলা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।