খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)।।খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের তালতলা ঘোনাবান্দায় “গুড একোয়াকালচার প্র্যাকটিস ইন ক্লাস্টার ম্যানেজমেন্ট” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৩ নভেম্বর) সকাল ১০ টায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কে. এম. মহসিন আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাস্টারভূক্ত চাষী ও সুধী সমাজের প্রতিনিধিরা।কর্মশালায় প্রধান অতিথি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে টেকসই ও নিরাপদ চাষ পদ্ধতি অনুসরণ করা অপরিহার্য। গুড একোয়াকালচার প্র্যাকটিস (GAP) মানদণ্ড মেনে চললে উৎপাদন ব্যয় কমে এবং পণ্যের মান উন্নত হয়, যা রপ্তানিতে ইতিবাচক ভূমিকা রাখে। সভাপতির বক্তব্যে সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, ক্লাস্টার ভিত্তিক চাষ ব্যবস্থাপনা সম্প্রসারণের মাধ্যমে চাষিদের আয় বৃদ্ধি ও পরিবেশ বান্ধব মাছ চাষ নিশ্চিত করা সম্ভব।
কর্মশালায় প্রায় ১০০ জন চিংড়ি চাষী অংশগ্রহণ করেন। চিংড়ি চাষের উত্তম অনুশীলন, উৎপাদন পরিকল্পনা, নিরাপদ মাছ উৎপাদন কৌশল ও বাজার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।