খান আরিফুজ্জামান (নয়ন),ডুমুরিয়া(খুলনা)।।খুলনার ডুমুরিয়ার দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী মাদ্রাসা কে,কে,কে,বি দারুস সুন্নাহ কওমী মাদ্রাসার’ ২৫ বছর পূর্তিতে প্রাক্তন ছাত্রদের আয়োজনে বুধবার (৫ নভেম্বর ) দুপুরে শিক্ষার্থীদের এক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ বছর পূর্তিতে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের মিলন মেলায় মাদারাসার শিক্ষক ও প্রাক্তন ছাত্রদের মাঝে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়। প্রাক্তন ছাত্র হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও হাফেজ মেজবাহ সরদারের পরিচালনায় শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বক্তব্য দেন মাদরাসার মুহতামিম মাওলানা আজাহারুল ইসলাম ,হাফেজ আইয়ুব আলী,মাওলানা আঃ আজিজ, মাওলানা ইমরান হুসাইন,হাফেজ মাওলানা আব্দুর রহিম, প্রাক্তন শিক্ষার্থী হাফেজ মোঃ ইউসুফ, হাফেজ মোঃ আমানউল্লাহ, মাও: ইমদাদ, হাফেজ আজিমুল ইমলাম,মুফতি মুজাহিদ, হাফেজ রুহুল আমিন, খায়রুল ইসলাম, হাফেজ গোলাম কিবরিয়া সহ মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ।
প্রাক্তন ছাত্ররা তাদের বক্তব্যে বলেন, আজকের এই সুন্দর দিনে, যখন আমরা সবাই একত্রিত হয়েছি, আমাদের চোখে এক অন্যরকম দীপ্তি, এক অন্যরকম ভালোলাগা এই দিনটি আমাদের সকলের জন্য বিশেষ। আজকের দিনটা যেন আমাদের পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় তখন আমরা ছিলাম ছোট, ছিলাম একটু অবুঝ, কিন্তু ছিলাম একসাথে। আজ আমরা বড় হয়ে গেছি, তবে আমাদের সবার মধ্যে সেই মাদ্রাসার দিনগুলোর স্মৃতি এখনও জীবন্ত। আমরা আজ এখানে সবাই একত্রিত হয়েছি শুধু পুরনো দিনগুলো স্মরণ করতে নয়, বরং সেই মুহূর্তগুলিকে আবারও জীবন্ত করার জন্য, যে মুহূর্তগুলোর মাঝে ছিল হাসি, আড্ডা, জীবনের প্রথম পড়াশুনা, প্রথম বন্ধুত্ব, এবং এমন অনেক কিছু, যা আমাদের আজকের ব্যক্তিত্বকে গড়ে তুলেছে।পুরনো দিনের স্মৃতি রোমন্থন করা এবং আনন্দ ভাগ করে নেওয়াই আজকের এই পুনর্মিলনীর প্রধান উদ্দেশ্য।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।