খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)।।খুলনার ডুমুরিয়ার ঐতিহ্যবাহী শোভনা গাবতলা মাতৃমন্দির চত্বরে শুক্রবার ৭ ই নভেম্বর রাতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দর্শক নন্দিত যাত্রা পালা বেদের মেয়ে জ্যোৎস্না অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শক এ যাত্রা পালা অনুষ্ঠান দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন, দর্শকদের ভিড়ে মাতৃ মন্দির মাঠ চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মুহুর্তেই। দীর্ঘ দিন পর এমন একটি খ্যাতিমান যাত্রা পালা দর্শকদের মাঝে এক ভিন্ন মাত্রা, ভিন্ন আনন্দ আর ভিন্ন এক অনুভূতির জন্ম দেয়।
এ যাত্রা পালাটি শোভনা ইউনিয়নের কৃতিসন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও নেদারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড.বিশ্বজিৎ মল্লিক এর অনুপ্রেরণায় ও সাবেক জনপ্রিয় চেয়ারম্যান বিএনপি নেতা মতিয়ার রহমান বাচ্চুর সার্বিক তত্বাবধায়নে সামাজিক এ যাত্রা পালা অনুষ্ঠিত হয়েছে।
যাত্রা আমাদের দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সম্পদ। বহুকাল ধরে এর প্রচলন চলে আসছে। বাংলাদেশের যাত্রাশিল্পের ঐতিহ্য পরম্পরা এবং ইতিহাস চমৎকার।
যাত্রাপালা একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য, বিনোদন এবং সামাজিক বার্তা প্রদানের মাধ্যম। এটি লোকনাট্য হিসেবে ইতিহাস, ধর্ম, সামাজিক ও রাজনৈতিক বার্তা বহন করে এবং মানুষকে আনন্দ ও নৈতিক শিক্ষা দেয়। এটি বাংলার একটি ঐতিহ্যবাহী শিল্প এবং লোকসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। যাত্রাপালার মাধ্যমে ইতিহাস, ধর্ম এবং পৌরাণিক কাহিনি পরিবেশিত হয়, যা মানুষকে নৈতিক শিক্ষা এবং দেশীয় ঐতিহ্য সম্পর্কে জানতে সাহায্য করে। এটি মানুষকে একত্রিত করে এবং গ্রামের একটি গুরুত্বপূর্ণ বিনোদনের উৎস হিসেবে কাজ করে।
এসময় সামাজিক এ যাত্রা পালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রশিদ বাগাতী,ইউপি সদস্য হাফিজুর রহমান বাগাতী,যুবনেতা মঈন বাগাতী, নির্মল কুমার নন্দি, স্বেচ্ছাসেবকদল নেতা এফ এম রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সরদার আব্দুল গণি, মনিন্দ্রনাথ মল্লিক,শোভনা গাবতলা বাজার কমিটির সেক্রেটারী আবু সাঈদ বাগাতী, শোভনা তরুণ যুব সংঘের সদস্য বৃন্দ সহ বিভিন্ন এলাকা হতে আগত হাজার হাজার যাত্রাপ্রেমী দর্শকবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সত্যজিৎ মল্লিক।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।