মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য এই রাজনীতিকের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক আয়োজনে শহরের ঐতিহ্যবাহী দড়াটানা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুনাজাত পূর্বক যশোরের শীর্ষ আলেমগণ দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের উন্নয়নের কারিগর খ্যাত তরিকুল ইসলামের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন। এসময় যশোরের বরেণ্য আলেমগণ বলেন, বিভিন্ন অনুষ্ঠানে তার নাম বলার আগে যশোর উন্নয়নের কারিগর শব্দ টা যুক্ত করা হয়। আক্ষরিত অর্থে তিনি যশোর উন্নয়নের কারিগর। তার চলে যাবার শূণ্যতা আমরা আলেম সমাজও অনুভব করেছি। তার হাতে গড়া যশোর মেডিকেল কলেজে এখনো ৫০০ শয্যার হাসপাতাল স্থাপন হয়নি।
যশোরের নাগরিক সমাজ যখন খুলনা থেকে ঢাকা গামী ট্রেন যশোর জংশনে বিরতির জন্য আন্দোলন করেছিল। সে সময়ের কোন জনপ্রতিনিধির এমন জনবান্ধব কমসূচির বিষয় তৎপরতা লক্ষ্য করিনি। তখন আমরা তরিকুল ইসলামের শূণ্যতা অনুভব করি। তিনি যদি বেঁচ থাকতেন তাহলে যশোর বাসীর এই দাবিটি অবশ্যই পূরণ করতেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।