স্টাফ রিপোর্টার।।সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত হিরা শহরের পশু হাসপাতাল মোড় এলাকার জনপ্রিয় পোশাক শোরুম অ্যাডলিব-এর স্টাফ ছিলেন।
নিহত তাসলিমা আক্তার হিরা যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। প্রায় এক মাস আগে তিনি সাতক্ষীরার পলাশপোল এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন চাকরির কারণে।
ভাড়ার বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ জানান,
“হিরা আমার বাসায় প্রায় এক মাস ধরে থাকছিলেন। তিনি অ্যাডলিব শোরুমে চাকরি করতেন। বিকেলে হঠাৎ দেখি তার ঘরের দরজা বন্ধ। পরে খবর দিই পুলিশ ও ফায়ার সার্ভিসকে।”
নিহতের ভাবি মোবাইল ফোনে বলেন,
“চাকরির জন্য হিরা সাতক্ষীরায় ভাড়া থাকতো। তার বাবা-মা যশোরে আছেন। আগে নাভারণে থাকতো। খবর পেয়ে আমরা এখন সাতক্ষীরার পথে আছি।”অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান জানান,
“আজ তার ছুটির দিন ছিল। সকালে সে বলেছিল যশোর যাবে। পরে বিকেলে জানতে পারি বাড়ির মালিক তাকে ঝুলন্ত অবস্থায় পেয়েছেন। আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।”সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি শামিনুল হক) বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত চলছে।”
স্থানীয়দের মতে, হিরা শান্ত স্বভাবের ও পরিশ্রমী মেয়ে ছিলেন। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।