খুলনার খবর।।তরুণ প্রযুক্তিপ্রেমী, উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সারদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে খুলনায় অনুষ্ঠিত ‘এলিভেটপে বিটপা কনফারেন্স-২০২৫’। দিনব্যাপী আয়োজিত এই কনফারেন্সটি তরুণদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ প্রযুক্তি বিশ্বের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেছে।
শনিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমী অনুষ্ঠিত এই কনফারেন্সটি আয়োজন করেছে বাংলাদেশ আইটি প্রফেশনাল এসোসিয়েশন (বিটপা)। স্পনসর হিসেবে ছিল এনআরবি ব্যাংক। এছাড়াও সার্বিক সহযোগীতায় ছিল এনসেভ, রিচটেক, স্যাটিসফাই হোস্ট, উম্মাহোস্ট, হেইবস এআই। প্রায় ৮০০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে দিনভর অনুষ্ঠিত সেশনগুলোতে বক্তারা প্রযুক্তির বিভিন্ন খাত নিয়ে আলোচনা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ কালচার, ইউএক্স ডিজাইন, সাইবার নিরাপত্তা এবং উদ্ভাবনী প্রযুক্তি ছিল আলোচনার মূল বিষয়।
কনফারেন্সের উদ্বোধনী বক্তব্যে বিটপা সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের আইটি খাতে তরুণদের অবদানই আমাদের শক্তি। এই প্রজন্ম যদি প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠে, তবে বাংলাদেশ আগামী দশকে বিশ্বমানের আইটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করে আরও বলেন, ‘আজকের কনফারেন্সে খুলনার তরুন-তরুণীরা দেশ সেরা অনলাইন এক্সার্টদের সান্নিদ্ধ্যে তাদের মেধাকে আরও দক্ষ ও শক্তিশালী করতে পারবে।’
জনপ্রিয় অনলাইন ব্যক্তিত্ব রাফায়েত রাকিব তরুদের উদ্দেশ্যে বলেন, ‘আজকের তরুণরাই আগামী দিনের আইটি লিডার। নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তারা শুধু নিজেদের নয়, গোটা দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে।
কনফারেন্স শেষে অংশগ্রহণকারীরা জানান, তারা নতুন উদ্যম ও আত্মবিশ্বাস নিয়ে ফিরে যাচ্ছেন। তরুণরা তাদের মতামতে বলেছেন, “এ ধরনের কনফারেন্স শুধু শিখতে নয়, নিজের ভেতরে লুকিয়ে থাকা স্বপ্ন ও সাহস জাগিয়ে তোলে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাহিদ হাসান কাওসার, অলতামিশ নাবিল, রাফায়াত রাকিব, রিফায়েত রিফাত, মুহিব্বুর রশিদ, আনাম আহমেদ, ফয়সাল জাফরী, নাজমুল হাসান, রাজু সাহা প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।