সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।খুলনার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছেন ৯০ বছরের বৃদ্ধ জলিল মিনা।
গত ২৮ সেপ্টেম্বর রাত ১ টার দিকে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে লাগা আগুনে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয় তাঁর বসত ঘরসহ সবকিছু। ঘটনার দিন ঘরে থাকা গরু বিক্রির ৪লাখ টাকাসহ মূল্যবান আসবাব পত্র, পোষাক পরিচ্ছদ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনার খবর শুনে তেরখাদা ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি টিম ঘটনাস্থলে গেলেও এ সময় জলিল মিনার ঘর পুড়ে ছাই হয়ে যায়। জলিল মিনার হাতে নেই কোনো টাকা , তাঁর নেই কোনো জমাজমি। শুধু মাথা গোঁজার সামান্য ভিটা তাঁর বসবাসের একমাত্র অবলম্বন। হতাশা আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন জলিল মিনা ও তার পরিবারের সদস্যরা। ক্ষুধার জ্বালা নিবারণে তারা এখন দ্বারে দ্বারে ধর্ণা ধরছেন।
কোথায় থাকবেন , কিভাবে খাবেন , কিভাবে আবার নতুন করে মাথা গোঁজার ঠাই গড়ে তুলবেন এ প্রশ্নের উত্তর খুজে পাচ্ছেন না এই শতবর্ষপ্রায় বৃদ্ধ জলিল মিনা।
সহায় সম্বলহীন বৃদ্ধ জলিল মিনা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
জলিল মিনা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সাহায্যের জন্য ধর্ণা দিচ্ছেন।
এ ঘটনার খবর শুনে তেরখাদা উপজেলার নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি , লন্ডন প্রবাসী ও কাটেঙ্গার কৃতি সন্তান আরিফ বিল্লাহ ক্ষতিগ্রস্থ পরিবারকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।