সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।তেরখাদা উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে গত ০১ নভেম্বর সকাল ১০ টার দিকে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন , রেলি , আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোঃ মঞ্জুরুল কবীরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন , উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার ও উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈদ মল্লিক।
সমবায়ী মোঃ মোস্তফা কামালের সঞ্চালনায় আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন , ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি মফিজুল ইসলাম জুম্মান , সমবায়ী মোঃ মিল্টন মুন্সী , মোঃ শফিউল্লাহ , মোঃ সেকেন্দার আলী ও মোঃ আবুল বাশার।
সভায় এছাড়া বিভিন্ন এলকার সমবায়ীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।