সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।তেরখাদা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেরখাদা এর উদ্যোগে ২১ আগস্ট দুপুর ০১ টার দিকে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার , উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী হাসান , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা , উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের এক্সটেনশন অফিসার ডাঃ অমিত রায় , এস আই তুষার , এস এ পিপিও মোঃ রফিকুল ইসলাম , বিসিআইসি সার ডিলার মোঃ জাহিদুল ইসলাম , সার ডিলার মোঃ কামরুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা সার ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, তেরখাদা উপজেলার সার বীজ উপজেলার বাইরে বিক্রি করা যাবে না এবং সরকারি রেটের বাইরে সার বিক্রি করা যাবে না।
তিনি বলেন , আইন অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।