দিঘলিয়া প্রতিনিধি।।দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও এলাকার অগ্রণী সমাজসেবক অ্যাড. লুৎফর রহমান সোমবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দিঘলিয়া উপজেলায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের স্মরণে গতকাল রবিবার যোহরবাদ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, অ্যাড. লুৎফর রহমান ছিলেন একজন সৎ, নীতিবান ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব। দলের কঠিন সময়েও তিনি সংগঠনকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টি এক নিবেদিত প্রাণ নেতাকে হারালো।
নেতৃবৃন্দ আরও বলেন, তিনি শুধু রাজনৈতিক নেতা নন, সামাজিক উন্নয়ন, দরিদ্র মানুষের সাহায্য, শিক্ষা-সেবায় তাঁর অবদান এলাকাবাসীর মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস লাভ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শেষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বি এনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ও দোয়া করা হয়।
দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মল্লিক মুস্তাফিজুল ইসলাম লাভলুর সভাপতিত্বে ও খুলনা জেলা জাতীয় যুব সংহতির সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাসেমের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, খুলনা জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ফরহাদ হোসেন, জাতীয় পার্টির সহ সম্পাদক সরদার জিয়াউল হক, খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সদস্য সচিব রাসেল হোসেন, খুলনা জেলা জাতীয় যুব সংহতির দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল। দিঘলিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ আবু জাফর, বিএনপি নেতা সেলিম রেজা, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মোঃ মুরাদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন রেজাউল, মিরাজ হালাদার, সিদ্দিকুর রহমান, ওলিউর রহমান, সোহেল সিকদার, আলমগীর হোসেন প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।