দিঘলিয়া প্রতিনিধি।।খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাকির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিবেশী প্রতিপক্ষরা। বর্তমানে তিনি দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে লাখোহাটি গ্রামের নিজ বাড়ির সামনে তুচ্ছ একটি বিষয় নিয়ে জাকির হোসেনের সঙ্গে প্রতিবেশী কয়েকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র—হাতুড়ি ও লোহার রড দিয়ে জাকির হোসেনের ওপর হামলা চালায়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আহত জাকির হোসেনের বড় ভাই দিঘলিয়া থানায় চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) [নাম যুক্ত করা যেতে পারে, যদি জানা থাকে] বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়রা জানান, জাকির হোসেন একজন শান্ত স্বভাবের মানুষ। পূর্বে তার সঙ্গে কারও বড় ধরনের বিরোধ ছিল না। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন নৃশংস হামলায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বর্তমানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।