এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।দিঘলিয়ায় দীর্ঘ ১৬ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দিঘলিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। ২০০৯ সালের পর এটাই প্রথম সম্মেলন, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। সম্মেলনকে সফল করতে উপজেলা বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এবারের নির্বাচনে সরাসরি কাউন্সিলারদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। মোট তিনটি মূল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে: সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক।
প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, ভোট দেবেন ২৮৪ জন কাউন্সিলার
সম্মেলনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন রয়েছেন।সভাপতি পদে: এম. সাইফুর রহমান মিন্টু ও ডা. হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক পদে আব্দুল রকিব মল্লিক ও নাজমুল মল্লিক। সাংগঠনিক সম্পাদক পদে মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, জিয়াউর রহমান, মো. আকিদুল শরীফ, শরীফ ইমাদুল এবং মো. সাদ্দাম হোসেন।
নির্বাচন পরিচালনার জন্য অ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুরের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ২৫ সেপ্টেম্বর দুপুর ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে মোট ২৮৪ জন কাউন্সিলার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
দীর্ঘ প্রতীক্ষার পর এই সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এখন বেশ উজ্জীবিত। তারা আশা করছেন, এই সম্মেলনের মাধ্যমে দল নতুন করে সংগঠিত হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।