1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - Khulnar Khobor
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ৩ দফা দাবিতে কুয়েট ছাত্র জাহিদুরের আলটিমেটাম ছাত্রলীগের বর্বরোচিত নির্যাতন ও কর্তৃপক্ষের বানোয়াট মামলায় শিক্ষাজীবন থেকে হারিয়েছে দুই বছর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একের পর এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন-ইউএনও রেকসোনা খাতুন মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ কারেন্ট জাল জব্দ যশোরে চাঁদ পাড়া পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার বিএনপি অফিসে অগ্নিসংযোগ টাক মিলন ও মাসুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ যশোরে আওয়ামী লীগ নেতা বাবা ও যুবলীগ নেতা ছেলে আটক খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটবে বিএনপি সরকার গঠন করলে-আজিজুল বারী হেলাল বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও সংগ্রাম রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে যশোরে চরমপন্থী রানা প্রতাপকে গু-লি করে হ-ত্যা রূপসায় আজিজুল বারী হেলাল বেগম খালেদা জিয়া একটি নক্ষত্র যার মৃত্যু নেই পাইকগাছার সোলাদানা ও রাড়ুলী ইউনিয়নে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে মনিরুল হাসান বাপ্পী মহাকবি-র জন্মস্থান সাগরদাঁড়িতে মেঘনাদবধ কর্ণার-এর উদ্বোধন তেরখাদায় নির্বাচনী আচরণ বিধি পর্যবক্ষেণে এসি ল্যান্ড নুরুন্নবী, অননুমোদিত পোস্টার ও ব্যানার অপসারণ বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শীতে কাঁপছে দেশ, দেশের ১৫ অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ যশোরে ফতেপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থনে নির্বাচনী সভা ও দোয়া নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তুহিন আটক

দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার শেয়ার হয়েছে

এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা)।।খুলনার দিঘলিয়া থানার উদ্যোগে সামাজিক সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করার লক্ষ্যে “সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টায় দিঘলিয়া থানা চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (খুলনা) এস. এম. আল বিরুনী এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল, খুলনা) মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সন্ত্রাস ও মাদক নির্মূল দেশের শান্তি ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, পুলিশ সবসময় জনগণের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।তিনি গুজব, উসকানি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো সমস্যা হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত পুলিশ ও প্রশাসনকে অবহিত করতে হবে।

সভায় বিভিন্ন ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতিত্বে ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম। সভার সঞ্চালনা করেন দিঘলিয়া থানা পুলিশের পুলিশ পরিদর্শক প্রবীর কুমার বিশ্বাস। এ সময় দিঘলিয়া থানা পুলিশের এসআই লিটন দাস, এসআই ফিরোজ আলমসহ অন্যান্য কর্মকর্তা, এএসআই ও কনস্টেবল গন উপস্থিত ছিলেন।

সমাবেশে উন্মুক্ত আলোচনায় অংশ নেন দিঘলিয়া থানা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান (মিন্টু)সহ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামী দিঘলিয়া থানা শাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের দিঘলিয়া থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, নৌ গোয়েন্দা সংস্থা, গ্রাম পুলিশ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি রক্ষা, শান্তি বজায় রাখা এবং দিঘলিয়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।