প্রেস বিজ্ঞপ্তি।।দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিসংবাদিত নেতা। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলী আসগার লবি একথা বলেন।
০৭ জানুয়ারী (বুধবার) বিকেল ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আজ আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা যুব দলের আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ইবাদুল হক রুবায়েদ, শেখ আবুল বাসার, ওয়াহিদ হালিম ইমরান, মনিরুল হাসান টিটো,সরদার সেলিম হোসেন, ওয়াহেদুজ্জামান নান্না, সরদার আতাউর রহমান,এহসানুল হক লন্ডন,আলমগীর হোসেন, হালিম মেম্বার প্রমুখ।
ক্যাপশন: ফুলতলার জামিরায় বিএনপির আয়োজিত চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আজগর লবী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।