মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি।।বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে এই কোরআন খতমের আয়োজন করে জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন। বিকেলে জেলা বিএনপির নেতা কাজী শিপনের বাসভবনের নিচতলায় উপজেলা ও পৌর বিএনপি হেফজখানার এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী খায়রুজ্জামান শিপন বলেন, ‘সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে সব সময় আপোষহীন। দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্রের মাকে ভীষণ প্রয়োজন। দেশকে ভালোবাসার কারণে নিজের সন্তানকে হারিয়েছেন। এর পরও তিনি কখনো দেশ ছেড়ে যাননি।আপনারা সবাই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে এতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা,আব্বাস মুন্সি,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আল ইসলাম সহ উপজেলা ও পৌর বিএনপির অনন্য নেতাকর্মী সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।