মোঃ জসিম উদ্দিন তুহিনযশোর জেলা প্রতিনিধি।।যশোরের খ্যাতিমান কনস্ট্রাকশন ব্যবসায়ী, হাসান ইন্টারন্যাশনালের কর্ণধার এবংসমাজসেবক হাসান আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১০ আগস্ট) সকাল ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
হাসান আলী ছিলেন দেশের একজন স্বনামধন্য নির্মাণ উদ্যোক্তা। তার প্রতিষ্ঠান ‘হাসান ইন্টারন্যাশনাল’ দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শুধু ব্যবসায় নয়, সামাজিক কর্মকাণ্ডেও ছিল তার সক্রিয় অংশগ্রহণ।
সমাজসেবক হিসেবে তার পরিচিতি ছিল ব্যাপক দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষাখাতে অনুদান প্রদান, এবং বিভিন্ন ধর্মীয় ও মানবিক কাজে তার অনন্য ভূমিকা তাকে মানুষের হৃদয়ে স্থান করে দেয়।তার মৃত্যুর খবরে যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় তার বাসভবনে স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের ভিড় লক্ষ্য করা গেছে। এলাকাবাসী জানিয়েছেন, হাসান আলীর মৃত্যুতে যশোরবাসী একজন গুণী ও মানবিক ব্যক্তিত্বকে হারাল।পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসর নামাজের পর শহরের কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।হাসান আলী মৃত্যু কালে ছয় পুত্র দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার সন্তানরা সকলের কাছে পিতার রূহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।