আমজাদ হোসেন নওগাঁ।।নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুসারে, প্রতি বছরই জেলায বিভিন্ন মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। উদাহরণস্বরূপ, সাম্প্রতিক বছরগুলোতে এই সংখ্যা ৮১৫ থেকে ৮২৫টির আশেপাশে ছিল। এই বিপুল সংখ্যক মণ্ডপ থেকেই বোঝা যায়, নওগাঁ জেলার মানুষজন কতটা আন্তরিকভাবে এই উৎসব উদযাপন করেন।
পূজা শুরুর কয়েক সপ্তাহ আগে থেকেই মণ্ডপগুলোতে সাজ সাজ রব শুরু হয়ে যায়। জেলা সদরের এবং বিভিন্ন এ সময় ব্যস্ত সময় পার করেন প্রতিমা তৈরির কাজে। বাঁশ, খড় আর মাটির কাঠামোয় জীবন্ত হয়ে ওঠে দেবী দুর্গা ও তাঁর সপরিবার। এরপর রং-তুলির আঁচড়ে প্রতিমাগুলোতে আসে পূর্ণতা।
মহা-ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মূল উৎসব শুরু হয় এবং এটি চলে বিজয়া দশমী পর্যন্ত। এই কয়েকটা দিন জেলার প্রতিটি পূজা মণ্ডপ উৎসবের আলোয় ঝলমল করে ওঠে।প্রতিদিন সকালে চণ্ডীপাঠ, দেবীর মন্ত্রপাঠ এবং আরতির মাধ্যমে পূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন
করা হয় সংস্কৃতি অনুষ্ঠান আবার অনেক পূজা মন্ডপে সন্ধ্যায় ভক্তিমূলক গান, নাটক, নৃত্যনাট্য, লোকনৃত্য ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে সব ধর্মের মানুষই অংশগ্রহণ করেন।মেলা: পূজাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে গ্রামীণ মেলা বসে, যেখানে শিশুদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর নানা জিনিস পাওয়া যায়। এতে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হয়।
নওগাঁ জেলায় দুর্গাপূজা সবসময়ই শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, যার পেছনে স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের জন্য বিশেষ করে নিরাপত্তা নিশ্চিত করা হয়। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত পুলিশ, আনসার ভিডিপি এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকেন। সাম্প্রতিক সময়ে,সেনা বাহিনী ও বিজিপি এর মতো বাহিনীকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রাখা হয়, যা উৎসবকে আরও নির্বিঘ্ন করে তোলে।
নওগাঁর দুর্গাপূজা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। উৎসবের সময় হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ একে অপরের মণ্ডপে ভিড় করেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবে শামিল হন।পূজার শেষ দিনে বিজয়া দশমী তে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। উৎসবের শেষ লগ্নে বিষাদের সুর থাকলেও, আনন্দের রেশ তখনও লেগে থাকে। নওগাঁর ঐতিহ্যবাহী যমুনা নদী সহ অন্যান্য নদ-নদীতে সজল চোখে দেবীকে বিদায় জানান ভক্তরা। এই দিনে সবাই একে অপরের সাথে কোলাকুলি করে এবং মিষ্টিমুখ করে।
নওগাঁ জেলায় দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি হয়ে ওঠে এক মিলনের মহোৎসব যা জেলার মানুষের মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দেয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।