আমজাদ হোসেন নওগাঁ থেকে।।নওগাঁর মান্দায় মাদ্রাসা কমিটি নিয়ে দন্ধের জেরে মারপিট ও লুটপাটের মামলায় ১ নং ভারশোঁ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম সাকলাইন (চালু) সহ ৫ আসামী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
মামলার সূত্রে জানা যায় গত ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের আইওর পাড়া মাদ্রাসার সদস্য ইমান আলী গংদের সাথে দ্বন্দ্ব শুরু হয়। পরবর্তীতে ইমান আলীর ভাড়াটিয়া মোদি দোকান ব্যবসায়ী সাদিকুল ইসলাম সেলিম ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটপাট করে ক্ষয়ক্ষতি। পরে ভুক্তভোগী থানায় মামলা দিতে গেলে মামলা না নেওয়ায় বিজ্ঞ আদালতে ১৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত ৫ জনের জামিন নাম মঞ্জুর করে জেলা যেতে প্রেরণ করেন। আটককৃতরা হলেন, মোঃ গোলাম সাকলাইন চারু, শামসুল হুদা, সাফিউল ইসলাম বাবু ,আলমগীর হোসেন ,ফারুক হোসেন।
ভুক্তভোগী সাদিকুল ইসলাম সেলিম বলেন, আমি চুয়াপুর মোড়ে দশ বছর যাবত ব্যাংক বীমা ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে সুনামের শহীদ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে চরম হতাশায় এবং ঋণগ্রস্থ অবস্থায় দিন যাপন করছি। তাই ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার পাওয়ার আসায় মামলা দায়ের করেছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।