আমজাদ হোসেন নওগাঁ।।নওগাঁর মান্দায় রাজস্ব ফাঁকি দিয়ে আত্রাই নদীর শাখা ফকিন্নি নদী খননের মাটি মাটি হরিলুট করে নিয়ে যাচ্ছে অবৈধ মাটি ব্যবসায়ী জাহিদ। স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে বারবার অভিযোগ করা হলেও রহস্যজনক কারণে নেওয়া হচ্ছে না কোন পদক্ষেপ।
সরেজমিনে গিয়ে দেখা যায় বিষ্ণুপুর ইউনিয়নের যশোরপাড়া এলাকায় ফকিন্নি নদীর খননকৃত মাটি হরিলুট করে নিয়ে যাচ্ছে নহনাকালো পাড়া গ্রামের পিয়ার আলীর ছেলে অবৈধ মাটি ব্যবসায়ী জাহিদ। স্থানীয় সামাদ, রহিম, কাদের জরিনা সহ এলাকার অনেকে সচেতন নাগরিক জানান, অবৈধ এস্কেভেটর ট্রাক্টর ব্যবহার করে গ্রামীন কাঁচা রাস্তা অতিরিক্ত গাড়ি চলাচলের কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধুলাবালু উড়ে পরিবেশ দূষণ হচ্ছে। কসব বিষ্ণুপুর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মাসুদা খাতুন,
বলেন, অবৈধভাবে মাটি খননের খবর পেয়ে মাটি ব্যবসায়ী জাহিদকে নিষেধ করা হয়েছে। সেই সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যারকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিল নওরোজ বৈশাখ বলেন, মাটি খননে বিষয়টি জেনেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী জানান, ফকিন্নি নদী কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ড খনন করেছে। টেন্ডার ছাড়াই যারা মাটি নিয়ে যাচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।