খুলনার খবর।। খুলনা, ১৯ ডিসেম্বর, ২০২৫: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় উদ্বোধন হলো স্প্রিং-২০২৬ এর এ্যাডমিশন ফেয়ার। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর তেতুলতলা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভবন-২ এ ফিতা কেটে এ এ্যডমিশন ফেয়ার এর শুভ উদ্বোধন করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেল প্রফেসর কানাই লাল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং-২০২৬ এর এ এ্যাডমিশন ফেয়ার চলবে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ছুটির দিন সহ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
ইউনিভার্সিটি সূত্রে জানা যায়, ফেয়ার চলাকালীন সময়ে ভর্তি হলে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।