খুলনার খবর।।আগামী নির্বাচনকে ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, “আমরা ১৭ বছর ধরে ভোটাধিকারের জন্য লড়াই করছি। যারা আবারও ভোট বঞ্চনার ষড়যন্ত্র করছে, জনগণকে সঙ্গে নিয়ে সেই চক্রান্ত প্রতিহত করা হবে।” শনিবার (১ নভেম্বর) রাতে খুলনা সদর থানার ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা তুলে ধরে তিনি বলেন, “তারেক রহমান দেশের মানুষের জন্য নতুন স্বপ্ন দেখিয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘হেলথ কার্ড’ চালু করা হবে যার মাধ্যমে জনগণ অর্ধেক দামে নিত্যপণ্য ক্রয় ও বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। পাশাপাশি এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।” ধর্মীয় রাজনীতির অপব্যবহারের সমালোচনা করে শফিকুল আলম মনা বলেন, “আজকাল অনেকে জান্নাতের টিকিট বিক্রি করছে। বলছে, আমাদের ভোট দিলে জান্নাতে যাবেন। এটি আল্লাহর সঙ্গে শিরক করার সামিল, যা কখনো ক্ষমার যোগ্য নয়।”
তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থেকে আগামী আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিরাজুর রহমান মিরাজ এবং প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মোঃ ইসতিয়াক আহমেদ ইস্তি।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মুনতাসির আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বদরুল আলম খান, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মোল্যা ফরিদ আহমেদ। সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম কিবরিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রায়হান বিন কামাল।অনুষ্ঠানে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।