খুলনার খবর।।চট্টগ্রাম, ২০ ডিসেম্বর ২০২৫ ইংদেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট যৌথভাবে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত লম্বা মিজান-এর বাসভবনে অভিযান চালায়। অভিযানকালে তার ঘর তল্লাশি করে দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
০৩টি পিস্তল
বিভিন্ন মডেলের ০৯ রাউন্ড লাইভ অ্যামুনিশন
০৪ রাউন্ড পিস্তলের গুলি
০২টি দেশীয় অস্ত্র
১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট
উক্ত অভিযানে টেকনাফ থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনসাধারণের নিরাপত্তা ও কল্যাণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।