মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।। খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীতে গণসংযোগ,মতবিনিময় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।
শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার চাঁদখালী বাজারের প্রধান সড়কসহ বাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ এবং তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। গণসংযোগ শেষে তিনি চাঁদখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন আমি ২৫ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের আদর্শ কে ধারণ করে ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতি করে আসছি। বিগত ১৭ বছর ঢাকা সহ পাইকগাছা কয়রায় হাসিনা বিরোধী আন্দোলন করেছি। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ সহ সবসময় এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছি।
আগামীতে এলাকার মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। তিনি বলেন নির্বাচন আসলেই কিছু অরাজনৈতিক লোকের আবির্ভাব ঘটে। দুঃসময়ে এদের খুঁজে পাওয়া যায় না। এদের থেকে সবাই কে সতর্ক থাকতে হবে। যারা হাসিনা বিরোধী আন্দোলনে মাঠে ময়দানে ছিল তাদের পাশে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী কে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান। দলীয় নেতাকর্মীদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনিসুর রহমান বিশ্বাস, নাজমুল হুদা মিন্টু, শিক্ষক শফিকুল ইসলাম, এডভোকেট জাহিদ আল কাদীর, পিয়ারুল ইসলাম, মফিজুর রহমান, আব্দুর রহিম, আক্তার হোসেন সরদার, ফারুক হোসেন, তেজেন মন্ডল, শেখ ইদ্রিস, এসএম শাহাবুদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ও মিঠুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।