মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় নারীর জীবনে ঝুঁকির মাত্রা বাড়িয়ে তুলছে। আসুন ‘সব ধরনের সহিংসতা রুখে নিরাপদ টেকসই সমাজ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ঐতিহ্যবাহী গদাইপুর বাজার চত্বরে বারসিক ও সুশীল সমাজের আয়োজনে: ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ এর অর্থায়নে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফসিয়ার রহমানের সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গদাইপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী, সাংবাদিক কাজী সোহাগ, উপজেলা সিএসও র সাধারণ সম্পাদক কাজী সিফাত উল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ফিল্ট ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডল, বারসিক এর অফিস সহকারী বিষ্ণুপদ রায়,গদাইপুর ইউনিয়ন কমিটির সভাপতি ছন্দা সুলতানা,সদস্য সিরাজুল ইসলাম কাজী শুভ ও বারসিক’র সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে সকলকে কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানান বক্তারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।