মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।।খুলনার পাইকগাছায় বৃহস্পতিবার ও শুক্রবার দু দিনে নদীর চর থেকে দু টি লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় উপজেলা ব্যাপী মানুষ আতংকের মধ্যে রয়েছে । এখন ও পর্যন্ত মামলা হয়নি। জানা যায়, পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গ্রামের স্লুইসগেটের পাশে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করে।
পরবর্তীতে লাশটি সনাক্ত হয়। তার বাড়ি খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকার মহসিন সড়কের রানা খলিফা (৩৮)। আজ শুক্রবার উপজেলার সোলাদানা বাজারের খাঁ বাড়ির সামনে স্লুইসগেটের নিকট শিবসা নদীর চর থেকে ইকরাম হোসেন(৩৫) নামে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তিনি খুলনা সোনাডাঙা থানার মহসীন উদ্দীন সড়কের মৃত দেলোয়ার হোসেনের ছেলে ইকরাম হোসেন (৩৫)। শুক্রবার ১৭-১০-২০২৫ বেলা সাড়ে ১১ টার দিকে সংবাদ পেয়ে নৌ-পুলিশ লাশ উদ্ধার করে। রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরৎহাল রিপোট তৈরী শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি প্রস্তুতি চলছিল বলে নৌ পুলিশে দায়িত্ব থাকা কর্মকর্তা জানান। পাইকগাছা থানা ওসি রিয়াদ মাহমুদ মাহমুদ জানান বিষয়টি নৌ-পুলিশের। তারা লাশ উদ্ধার করেছে। মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।
থানায় এখনও পর্যন্ত কোন মামলা বা অভিযোগ হয়নি। ময়না তদন্র রিপোর্ট পাওয়ার পর মুল ঘটনা জানা যাবে। যেহেতু বৃহস্পতিবার আরও একটি লাশ পাওয়া গিয়েছিল। তার পরিচয় পায়া গেছে। তিনি খুলনার সোনাডাঙ্গার রানা খলিফা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।