মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।। খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়ন এর আমুরকাটা দিঘা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক।
উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা দিঘা সড়ক উন্নয়নে ২০২৫-২০২৬ অর্থ বছরে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউ এফ পি) এর অর্থায়নে, উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে “দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি সম্পদ তৈরি” শীর্ষক প্রকল্পের আওতায় ১ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ হয়। এ বরাদ্দের আওতায় মাটি দ্বারা উন্নয়ন পূর্বক আমুরকাটা বাজার হতে দিঘা অনুপ মন্ডলের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হবে।উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজ। সোমবার থেকে উন্নয়ন কাজ শুরু করছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল,ইউপি সদস্য শেখর চন্দ্র ঢালী, ঠাকুর দাশ সরকার ও ঠিকাদার যুবনেতা ফয়সাল রাশেদ সনি সহ বাস্তবায়নকারী সংস্থা সুশীলনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। উন্নয়ন কাজ শেষ হলে সোলাদানা ইউনিয়নের আমুরকাটা দিঘা সহ বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত সহজ হবে বলে জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।