মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।। খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।
রবিবার বিকালে উপজেলার গড়ইখালী বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউনিয়ন বিএনপির সভাপতি মিজান জোয়ার্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহবায়ক ডা: আব্দুল মজিদ,উপজেলা বিএনপি সদস্য সচিব এসএম ইমদাদুল হক,শহিদুল ইসলাম গাজী,আবুল বাসার বাচ্চু,মফিজুল ইসলাম টাকু, নাজির সরদার,নজরুল ইসলাম সরদার,মিজান গাজী,ওবাদুল সরদার,সাহেব আলী গাজী,হামিদ গাইনসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। তার অবদান দল ও জাতি চিরদিন স্মরণ করবে। তিনি আরও বলেন,বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও জনগণের জন্য কাজ করেছেন। তার দেশপ্রেম ও সততা সত্যিকার অর্থেই সবার জন্য অনুকরণীয়। আজ আমরা সকলেই তার জন্য দোয়া মোনাজাতে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করবেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।এবং গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়াত নেত্রীর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। একই সঙ্গে বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করার জন্য মহান রবের দরবারে দোয়া কামনা করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।