মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক টিএস আইয়ুব। বুধবার তিনি এই আপিল আবেদন জমা দেন।
একইসঙ্গে তিনি তার প্রার্থিতা বৈধ করতে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।এর আগে গত ২ জানুয়ারি যশোর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ঋণ খেলাপি হওয়ার অভিযোগে টিএস আইয়ুবের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। ঢাকা ব্যাংকের পক্ষ থেকে তার বিরুদ্ধে ঋণ সংক্রান্ত জটিলতার অভিযোগ তুলে একটি চিঠি দেওয়া হয়েছিল।আপিল প্রসঙ্গে টিএস আইয়ুব রাতদিন নিউজকে জানান, ব্যাংকের ঋণ সংক্রান্ত যে জটিলতার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল, সেটি তিনি ইতোমধ্যে সমাধান করেছেন।তিনি বলেন,আমি যশোর-৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম।
ব্যাংক ঋণের অজুহাতে রিটার্নিং অফিসার সেটি বাতিল করেন। তবে আমি সেই সমস্যার সমাধান করেছি এবং ৭ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেছি। আমি আশাবাদী যে শুনানিতে আমার প্রার্থিতা ফিরে পাব এবং এই লক্ষ্যে আইনি লড়াই অব্যাহত থাকবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১২ জানুয়ারি টিএস আইয়ুবের আপিল আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।উল্লেখ্য, যশোর-৪ আসনে টিএস আইয়ুবের পাশাপাশি তার ছেলে ফারহান সাজিদের মনোনয়নও বাতিল হয়েছিল ভোটারের তথ্যে অসংগতি থাকার কারণে। এছাড়া জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর মনোনয়নও দলীয় ফরম যথাযথভাবে জমা না দিতে পারায় বাতিল হয়। বর্তমানে এই আসনে বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে মতিয়ার রহমান ফারাজী বিএনপির বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন।
তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি শেষে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।