খুলনার খবর।।খুলনার বটিয়াঘাটা থানার শান্তিনগর গজালমারী এলাকায় সুফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার পচাগলা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুফিয়া বেগম স্থানীয় বাসিন্দা হাসান জমিদারের স্ত্রী বলে জানা গেছে।
৬ ই অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে সুফিয়া বেগমের বাড়ির পাশের একটি ঝোপের ভিতর লাশ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা সুফিয়া বেগমকে গত কয়েকদিন ধরে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ গোপন করার উদ্দেশ্যে ঝোপের ভিতর ফেলে রাখা হয়েছিল। লাশে পচন ধরায় শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন স্পষ্টভাবে দেখা গেছে। এই ঘটনায় প্রত্যক্ষদর্শী এক নারী জানান তার লাশের বিভিন্ন স্থানে ধারলো দা এর কোপের আঘাত ছিল, এবং তাকে ঘর থেকে টেনে বের করে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করেছেন এবং গণমাধ্যমকে বিষয়টি রহস্যজনক বলে জানিয়েছেন।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয় এলাকায় এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।