অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের শাটডাউন কর্মসূচি কোনো প্রভাব ফেলতে পারেনি। সকাল থেকে মোংলা শহরের প্রধান সড়কগুলোতে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে দেখা গেছে। দোকানপাট খোলা ছিল, সাধারণ মানুষের উপস্থিতিও ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক।সকালে শহরের বাজার এলাকা ও বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, জনজীবন স্বাভাবিক গতিতেই চলেছে। ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ স্বাভাবিক নিয়মে কাজ করছেন।
অন্যদিকে, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সক্রিয় থাকলেও আওয়ামী লীগের তেমন কোনো উপস্থিতি মাঠে চোখে পড়েনি।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল ছিল লক্ষ্যণীয়। তবে কোথাও কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে মাঠ পর্যায়ে সীমিত সাড়া সরকারের জনপ্রিয়তা ও সাংগঠনিক তৎপরতা নিয়ে প্রশ্ন তুলছে। তবে তারা মনে করেন, আগামী দিনে দেশের রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করবে মাঠের বাস্তব অবস্থা ও প্রশাসনের আচরণের ওপর।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।