অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।ভয়াবহ সড়ক দূর্ঘটনায় নিহত তিন বিএনপির কর্মীর পরিবারের পাশে দাড়ালেন সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান মিঠু।
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া এই তিন বিএনপির কর্মীর পরিবারে খোঁজখবর নেওয়া’সহ স্থানীয় নেতাকর্মীদের সথে নিয়ে পৃথকভাবে তাদের পরিবারের স্বজনদের কাছে যান, শোকাহত স্বজনদের সান্ত্বনা ও আর্থিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর নির্বাচনী সভা শেষে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)— নামের রাজনগর ইউনিয়ন বিএনপি’র তিন কর্মী নিহত হন। এ দুর্ঘটনা ঘটনার পর স্থানীয় এলাকায় এখনো শোকের আবহ বিরাজ করছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।