খুলনার খবর।।বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বানে সন্ধ্যা পর্যন্ত হরতাল চলছে। হরতাল শুরুর পর থেকে জেলা নির্বাচন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।
রোববার সকাল থেকে জেলার রাস্তাঘাটে রিকশা ও ভ্যান অল্পসংখ্যক দেখা গেলেও অধিকাংশ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বাজার ও দোকানপাটও বন্ধ রয়েছে।এর আগে, নির্বাচন কমিশন আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক সীমানা পুনর্নির্ধারণে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি রাখার প্রস্তাব দেয়। এ ঘোষণার পর থেকেই স্থানীয় জনগণ ও রাজনৈতিক দলগুলো একযোগে আন্দোলনে নেমে আসে। সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করে। নতুন সীমানা অনুযায়ী:বাগেরহাট-১: সদর, চিতলমারী ও মোল্লাহাটবাগেরহাট-২: কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলাবাগেরহাট-৩: ফকিরহাট, রামপাল ও মোংলা১৯৬৯ সাল থেকে এ জেলায় চারটি আসনে ভোট হয়ে আসছিল।তখনকার সীমানা ছিল—বাগেরহাট-১: চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাটবাগেরহাট-২: সদর ও কচুয়াবাগেরহাট-৩: রামপাল ও মোংলাবাগেরহাট-৪: মোরেলগঞ্জ ও শরণখোলাজেলার মানুষ বলছেন, দীর্ঘদিনের চার আসনকে হঠাৎ কমিয়ে দেওয়ায় তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।