মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন ওরফে টাক মিলন এবং তার সহযোগী মাসুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছাদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আসামিদের মধ্যে জাহিদ হোসেন ওরফে টাক মিলন যশোর শহরের পুরাতন কসবা এলাকার শেখ রুস্তম আলীর ছেলে। অপর আসামি মাসুদ যশোর বেনাপোল উপজেলার কাগমারি গ্রামের শহীদুল্লাহ খানের ছেলে। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যশোর শহরের লালদীঘি পাড়ে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় টাক মিলন এজাহারনামীয় আসামি।
ঘটনার পর থেকেই টাক মিলন যশোর ছেড়ে আত্মগোপনে ছিলেন। পরে গত ১৯ ডিসেম্বর ঢাকার একটি এলাকা থেকে তাকে ও তার সহযোগী মাসুদকে আটক করে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তদন্তকারী কর্মকর্তা তাদের আদালতে সোপর্দ করেন।এরপর ২১ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা আসামিদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত প্রত্যেককে একদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।