অদিতি সাহা, খুলনার খবর।।খুলনা প্রেসক্লাব, খুলনা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সরাসরি ভোটে দল থেকে কমপক্ষে ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সংখ্যা আরও বাড়তে পারে এবং এর মাধ্যমে নারীরা নিজেদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।
আজ খুলনা প্রেসক্লাবে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ আয়োজিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় নারীর ক্ষমতায়ন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিএনপির আরেক নেত্রী নিপুন রায় চৌধুরী। তিনি বলেন, “নারীরা যদি নেতৃত্বে এগিয়ে আসে, তাহলে সমাজ ও দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ আরও দৃঢ় হবে। নারী নেতাদের ক্ষমতায়ন শুধু সংখ্যার প্রশ্ন নয়, এটি ন্যায়ের এবং সমতার প্রতিফলন।”
সভায় উপস্থিত ছিলেন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নারী অধিকার ও শিশু কল্যাণ সংগঠনের প্রতিনিধিরা, যারা নারী-শিশুর অধিকার নিশ্চিত করার নানা উদ্যোগের বিষয়ে আলোচনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।