আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক মাদ্রাসাছাত্রী। তবে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক নাঈম পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলার কুলিয়া ইউনিয়নের নগরকান্দী গ্রামে প্রেমিক নাইম শেখ(১৮) পিতা কালু শেখের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। ভুক্তভোগী মিলি (১৮) পার্শ্ববর্তী চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের কামাল খানের মেয়ে।
ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী জানান, ৯ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক নাঈম তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। নাঈম প্রথমে বিয়ের জন্য সম্মতি দিলেও পরে বিয়ের বিষয়টি এড়িয়ে যায়। সম্প্রতি প্রেমিকের এলাকায় ওই তরুণী এসে দেখা করেন এবং সেখানে ও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে বলে জানান ওই শিক্ষার্থী। দেখা করার বিষয়টি লোকসমাজে জানাজানি হলে মেয়েটির পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয়। উপায়ান্ত্রহীন হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের জন্য অনশন করেন ওই মাদ্রাসা শিক্ষার্থী। পরে ছেলে সহ ছেলের পরিবার তাদের মধ্যে থাকা সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই কলেজছাত্রী।
পলাতক থাকায় এবিষয়ে প্রেমিক নাঈমের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার পরিবারের লোকজন বলেন, তাদের ছেলের সঙ্গে ওই মেয়ের মুঠোফোনে সম্পর্ক। ছেলে যেহেতু বাড়িতে নেই তাই এ বিষয়ে তারা কোন সিদ্ধান্ত নিতে পারবেন না।এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রমজান জানান, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।