মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।বিশ্ব এইডস দিবস (World AIDS Day) উপলক্ষে যশোরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বর থেকে র্যালিটি শুরু হয়।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েতের নেতৃত্বে সকাল ৯টা ২০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি যাত্রা শুরু করে। র্যালিটি হাসপাতালের তিন নম্বর ও দুই নম্বর গেট ঘুরে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে সকাল ৯টা ৩০ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এসময় অংশগ্রহণকারীরা এইডস প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।র্যালিতে হাসপাতালের চিকিৎসক, স্টাফ নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ প্রায় ৩০ থেকে ৪০ জন অংশ নেন। এইডস দিবস উপলক্ষে দিনব্যাপী হাসপাতালের পক্ষ থেকে অন্যান্য সচেতনতামূলক কার্যক্রমও চলমান থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।