অদিতি সাহা, খুলনার খবর।। বিশ্ব প্রবীণ দিবস ২০২৫ ও প্রবীণ বান্ধব সংঘ, খুলনা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে খুলনা শহীদ হাদিস পার্ক চত্বর ও খুলনা নাট্য নিকেতনে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনের কর্মসূচির শুরুতে সকাল ৮টায় শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাইকেল র্যালি বের হয়। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রবীণ নাগরিকরা। পরে সকাল ৯টায় খুলনা নাট্য নিকেতনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট এস. এম. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক ও নারী নেত্রী প্রিন্সিপ্যাল রেহানা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ বান্ধব সংঘ, খুলনার সভাপতি মীনা আজিজুর রহমান।
বক্তারা বলেন, প্রবীণরা জাতির অভিজ্ঞতা ও প্রজ্ঞার ভাণ্ডার। তাদের প্রতি শ্রদ্ধা, যত্ন ও ভালোবাসা দেখানো সামাজিক দায়িত্বের অংশ। প্রবীণবান্ধব সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সচেতন ভূমিকা নিতে হবে।
অনুষ্ঠানে শহরের বিভিন্ন পেশার মানুষ, শিক্ষক, সাংবাদিক, নারী সংগঠক ও প্রবীণ নাগরিকরা অংশ নেন। শেষে কেক কেটে সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং প্রবীণদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।