আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি।। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো “নীলডুমুর প্রিমিয়ার লীগ সিজন–১”। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান। উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার এস আই মোঃ হাফিজুর রহমান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবিয়ার রহমান ।জিএম দেদারুল আলম, আমজাদ হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক, উপকূলীয় প্রেসক্লাবে সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আল হুদা মালী, ফয়সাল আহমেদসহ উপকূলীয় প্রেসক্লাবের তরুণ কলম সৈনিক গণ।
ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠে উপচে পড়া দর্শকের সমাগম হয়। খেলোয়াড়দের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য, আর দর্শকদের মাঝে ছিল আনন্দ-উচ্ছ্বাস। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।আয়োজকরা জানান, নীলডুমুর প্রিমিয়ার লীগ ২০২৫ সিজন–১ স্থানীয় তরুণদের ক্রীড়া ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী কয়েক সপ্তাহব্যাপী চলবে এ লীগ, যেখানে একাধিক স্থানীয় দল অংশগ্রহণ করবে।প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় ১/০ মৎস্য ব্যবসায়ী ফুটবল একাদশ কে পরাজিত করে, বনবিভাগ জয়লাভ করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।