মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।বিজয়ের প্রথম বার্তা এসেছিল যশোর থেকে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মধ্যাহ্নে পাকবাহিনী যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে গেলে প্রথম শত্রুমুক্ত জেলা হিসেবে যশোর স্বাধীনতার স্বাদ পায়। লাল-সবুজের স্বাধীন বাংলাদেশের প্রথম বিজয় পতাকা উড়ে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয় যশোরের নাম।
আজ সেই গৌরবময় স্মৃতি হৃদয়ে ধারণ করে উদযাপন করা হলো ঐতিহাসিক যশোর মুক্ত দিবস।শনিবার সকালে ঐতিহাসিক টাউন হল মাঠের স্বাধীনতা মঞ্চের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে বর্ণাঢ্য বিজয় র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ আশেক হাসান। টাউন হল মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাসসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।র্যালির উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন,“১৯৫২ আমাদের ভাষার অধিকার, ১৯৭১ আমাদের স্বাধীনতা, আর ২০২৪ আমাদের বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণের শপথ।”
তারা আরও বলেন, ১৯৭১ সালে প্রথম বিজয়ের সূচনা হয়েছিল যশোরে, আর সেই ইতিহাস যশোরবাসীকে আজও গর্বিত করে। স্বাধীনতার চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা এবং বৈষম্যহীন সমাজ ও ইনসাফের রাষ্ট্র গঠনে যশোরকে আবারও অগ্রণী ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশিত হয়।
বিজয় র্যালিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড কাউন্সিল, জেলা পরিষদ, যশোর পৌরসভা, পুলিশ লাইন স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে উদযাপিত হচ্ছে ঐতিহাসিক যশোর মুক্ত দিবস। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আহসান হাবিব পারভেজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক যুগ্ম-সদস্য সচিব সোহানুর রহমান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।