খুলনার খবর।।খুলনায় সাবেক সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার সদস্য সচিব বাপ্পিকে ৭২ ঘণ্টার মধ্যে হত্যার হুমকি, থানায় জিডি সাজিদুল ইসলাম বাপ্পি
খুলনা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পিকে ৭২ ঘণ্টার মধ্যে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৫৭ মিনিটে বাপ্পির বাবা মো. লাভলু গাজীকে ফোনকল করে এই হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি শনিবার (২০ সেপ্টেম্বর) মহানগরীর খান জাহান খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাত ব্যক্তি তার বাবাকে তার হোয়াটসঅ্যাপে +60 10-712 5217 নম্বর থেকে ফোনকল করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা পৌঁছে দিতে বলে।
অন্যথায় ৭২ ঘণ্টা পর ছেলের লাশ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে৷ ওই সময় সেই দুষ্কৃতকারী আরিফ এবং মাহাবুবের মত করে একই কায়দায় বাপ্পিকে হত্যা করবে মর্মে হুমকি দেয়। তাদের পরিচয় জানতে চাইলেও তারা তা দেয়নি।
এ ব্যাপারে সাজিদুল ইসলাম বাপ্পির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান।
খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিনুজ্জামান গনমাধ্যম কে বলেন, জুলাইযোদ্ধা সাজিদুল ইসলাম বাপ্পির প্রাণনাশের হুমকিদাতা ব্যক্তির পরিচয় তথ্যপ্রযুক্তির সাহায্যে শনাক্ত করার জন্য আমরা চেষ্টা করছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।