অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রামপাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিধারিত সময়ে মধ্যে মনোনয়নপত্র জমা দিলেন বাগেরহাট – ৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
সোমবার (২৯’ডিসেম্বর) সকাল সাড়ে ১১’টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির কাছে মনোনয়নপত্র জমা করেন তিনি।এ সময় তার সঙ্গে রামপাল – মোংলার উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি থেকে বাগেরহাট-৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের নীতিনির্ধারণী নেতাদের প্রতি কৃতজ্ঞতা। বিএনপি একটি বিশাল পরিবার, মনোনয়ন নিয়ে দলের ভিতর প্রতিযোগিতা থাকাটা খুবই স্বাভাবিক। দলের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়ে আসুন আমরা ব্যক্তিগত পছন্দ বা ছোটখাটো বিভাজন ভুলে গিয়ে দলের জন্য এক সঙ্গে কাজ করি।
সবাই ঐক্যবদ্ধ থেকে সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করি। এছাড়া নির্বাচনে আমি আপনাদের প্রার্থী হিসেবে প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ও কার্যকরী ভূমিকা প্রত্যাশা করছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।