পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এঁর জন্মস্থান কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মেঘনাদবধ কর্ণার-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি-২৬) বিকেলে মধুপল্লীর ভিতরে কবির পৈতৃক বসতভিটা ও যাদুঘরের দক্ষিণাংশের কক্ষের মূল ফটকের সামনে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক লাভলী ইয়াসমিন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মহিদুল ইসলাম, ফিল্ড অফিসার আইরীণ পারভীন, অফিস তত্ত্বাবধায়ক বিজয় কুমার ঘোষ, সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান হাসানুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন,, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় এবং মধুপল্লীর বিভিন্ন পর্যায়ের কর্তকর্তা-কর্মচারীগণ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।