আমজাদ হোসেন নওগাঁ।।নওগাঁ মান্দা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ডাঃ ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় সাবেক বিএনপির সহ-সভাপতি মরহুম মুনসুর মৃধার বাসভবনে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে দলীয় নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেন। এসময় সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মরহুম মুনসুর মৃধার হত্যাকারী ১নং আসামী আখ্যা দিয়ে বিচারের দাবী জানান।
প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, গত ২১শে অক্টোবর সন্ধ্যায় এশিয়ান টিভির অনুষ্ঠানে মান্দা উপজেলা বিএনপির সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেছেন তার বিরুদ্ধে দলীয় ৭টি মামলা রয়েছে। এছাড়াও ১টি হত্যা মামলা রয়েছে। এরকম মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ বলে নেতাকর্মীরা উল্লেখ করেছেন। দলের মনোনয়ন পেতে এশিয়ান টিভিতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন। যার প্রতিবাদে মান্দা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সংবাদ সম্মেলনে বক্তরা, ডাঃ টিপুকে কুটক্তিকারী, মিথ্যাবাদী ও আওয়ামীগের সাথে আতাঁতকারী নেতার আখ্যা দিয়ে বহিঃস্কারের দাবী জানান। সেইসাথে দলীয় সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন নেতাকর্মীরা।
একইসাথে মান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম মুনসুর মৃধার হত্যাকারী আখ্যা দিয়ে সঠিক বিচারের দাবী জানিয়েছেন তার ছোট মেয়ে ফারজানা মৃধা। তিনি আরো জানান, বিগত সময়ে তিনি আওয়ামীলগের নেতাকর্মী ও এমপি মন্ত্রীর সুপারিশ নিয়ে হত্যা মামলা থেকে বেঁচে গেছেন। তিনি আমার বাবাকে হত্যা করেছেন। সঠিক তদন্তের মাধ্যমে ডাঃ টিপুকে আবারো আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হক নাজু, শামসুল ইসলাম টুকু, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সেলিম মোর্শেদ চৌধুরী, সাংগাঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, এ্যাড. কুমার বিশ্বজিৎ সরকার, দপ্তর সম্পাক আবুল কালাম আজাদ ও যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।