নওগাঁ প্রতিনিধি।।নওগাঁর মান্দায় বিয়ের প্রলোভন দেখিয়ে তানজিমা নামের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে । এমন ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা গ্রামের কাজেম মাস্টারের ছেলে মোঃ কাওসার বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে তানজিমা নামে এক স্কুল ছাত্রীকে, এতে করে ছয় মাসের অন্তঃসত্ত্ব ওই কিশোরী। পরবর্তীতে মেয়েটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় কাজেম মাস্টারের ছেলে কাউসার , আর এতে করেই বাঁধে বিপত্তি।
এমন তথ্য ফাঁস হয়ে গেলে তড়িঘড়ি করে বিয়ে রেজিস্ট্রি না করেই স্ত্রী হিসেবে ঘরে তুলে নেয় কাউসার। স্থানীয় সচেতন মহল বলছেন এমন নেককার জনক ঘটনা ধামাচাপা দিতেই ওই কিশোরীকে স্ত্রী হিসেবে ঘরে তুলে নেয় কাজেম মাস্টারের ছেলে কাউসার। কিশোরীর বাবা কফিল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যা হবার হয়েছে আমার মেয়েকে প্রথমে বিয়ে করতে রাজি হয়নি কাউসার কিন্তু পরবর্তীতে সবকিছু মেনে নিয়ে পারিবারিক ভাবে ৫ লক্ষ টাকায় দেনমোহরে বিয়ে করে আমার মেয়েকে। মেয়ের বয়স তো ১৭ বছর বিয়ের রেজিস্ট্রি হলো কি করে এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে অভিযুক্ত কাওসারের বাবা বলেন আমাদের দুই পক্ষের মধ্যে মিউচুয়াল হয়ে গেছে এবং আমাদের মধ্য আত্মীয়তা চলছে।ওই একই ইউনিয়নের নিকাহ রেজিস্টার, মকবুল হোসেনের কাছে এই বিবাহ রেজিস্ট্রি করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাকে ডেকেছিল কিন্তু মেয়ের বয়স কম থাকায়, আমি ওই নিকো পড়াতে যায়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।