জেলা প্রতিনিধি।।নওগাঁর মান্দায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল ও বানা জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কশব ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আত্রাই নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ করে অবৈধভাবে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ শিকারের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল। অভিযান প্রসঙ্গে সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল বলেন, “যারা অবৈধভাবে অভয়াশ্রমে মাছ শিকার করবে এবং বানা দিয়ে নদীর প্রবাহ বন্ধ করে মাছ ধরবে, তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, “মৎস্য সম্পদ রক্ষা ও নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে অবৈধ মাছ শিকারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।