অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।মোংলা – খুলনা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লা ব্রিজের ওপর একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৩ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবকের নাম সালমান (২৮)। তিনি রামপাল পাওয়ার প্লান্টে কর্মরত একজন শ্রমিক ছিলেন। তার বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়লা ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেলযোগে চলাচলের সময় একটি দ্রুতগতির পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সালমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনায় দায়ী যানবাহন শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সালমানের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।